Daily GK – General knowledge | Exam Guide 2022

Daily GK – General knowledge | Exam Guide 2022

{tocify} $title={Table of Contents}

Daily GK – General knowledge | Exam Guide 2022

1 . নীল বিদ্রোহের ওপর লেখা ‘ The Blue Mutiny ‘ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ ব্লেয়ার ক্লিং। 

2 . 1857 এর মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন ?
উত্তরঃ বাহাদুর শাহ জাফর ।

3 . সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ লর্ড ক্যানিং ।

4 . 1857 এর সিপাহী বিদ্রোহের সূচনা কে করেন ?
উত্তরঃ মঙ্গল পান্ডে 

5 . ‘ দি সিপাহী মিউটিনি এন্ড দা রিভােল্ট অফ 1857 ‘ গ্রন্থের রচয়িতা ?
উত্তরঃ রমেশচন্দ্র মজুমদার । 

6 . 1857 সালের বিদ্রোহের বাঘ নামে পরিচিত ?
উত্তরঃ কুনওয়ার সিং ।

7 . ঝাঁসির রানী লক্ষীবাই এর প্রকৃত নাম কি ?
উত্তরঃ মনিকর্নিকা 

8 . কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্বে কে ছিলেন ?
উত্তরঃ তাঁতিয়া টোপি ।

9 . ভারতের কোন মুখ্য বিচারপতি 36 দিনের জন্য রাষ্ট্রপতি হন ?
উত্তরঃ হিদায়েতুল্লা ।

10 . ‘ হিন্দু পেট্রিয়ট ‘ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ হরিশচন্দ্র মুখােপাধ্যায় ।

11 . বাংলার তরিকা আন্দোলনের নেতা কে ছিলেন ?
উত্তরঃ তিতুমীর।

12 . গঙ্গা , যমুনা ও সরস্বতীর সংযমস্থলে কোন শহর অবস্থিত ?
উত্তরঃ এলাহাবাদ ।

13 . পশ্চিমবঙ্গের সরকারি পশু ?
উত্তরঃ মেছাে বিড়াল ।

14 . কুতুবমিনারের উচ্চতা ?
উত্তরঃ 73 ফিট।

15 . আগরী বইয়ের লেখক ?
উত্তরঃ সতিনাথ ভাদুরী ।

16 . কংগ্রেস কোনদেশের পার্লামেন্ট ?
উত্তরঃ আমেরিকা ।

17 . ‘ খালি পেটে ধর্ম হয় না ‘ কার উক্তি ?
উত্তরঃ স্বামী বিবেকানন্দ ।

18 . ‘ বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী ‘ কার উক্তি ?
উত্তরঃ আব্রাহাম লিংকন ।

19 . মথুরা কোন প্রদেশ এ অবস্থিত ?
উত্তরঃ উত্তরপ্রদেশ ।

20 . এশিয়ার আলাে কে ?
উত্তরঃ গৌতম বুদ্ধ ।

 জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

Post a Comment

Previous Post Next Post