কম্পিউটার জিকে প্রশ্ন ও উত্তর Computer GK Question and Answer :
কম্পিউটার জিকে প্রশ্ন ও উত্তর | Computer GK Question and Answer in Bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো কম্পিউটার জিকে প্রশ্ন ও উত্তর – Computer GK Question and Answer in Bengali 2022 । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জেনারেল নলেজ বা জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই কম্পিউটার জিকে বা কম্পিউটার জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর বা কম্পিউটার জিকে প্রশ্ন ও উত্তর | Computer GK or Computer General Knowledge Question and Answer in Bengali 2022 পড়লেই নিশ্চিত কমন পাবেন।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য কম্পিউটার জিকে প্রশ্ন ও উত্তর বা জেনারেল নলেজ ভূগোল বা ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর | Computer GK 2022 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
কম্পিউটার সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | Computer General Knowledge Question and Answer :
1. WWW এর পুরো নাম?
Ans : World Wide Web.
2. DBMS কি?
Ans : Database Management System.
3. কম্পিউটারে কিছু টাইপ করলে তা সঠিক করে দেওয়ার ওয়ার্ড ফাংশানকে কি বলে?
Ans : Auto Correct.
4. ডিফল্টরুপে, কম্পিউটারে কোন ডকুমেন্ট কিরুপে প্রিন্ট হয় ?
Ans : Potrait.
5. কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ?
Ans : বেঙ্গালুরু।
6. VDU এর পুরো কথাটি কি?
Ans : Visual Display Unit.
7. কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কী ?
Ans : মোডেম।
8. কম্পিউটারে ব্যাবহৃত উইন্ডোস এর নাম কি?
Ans : সফটওয়্যার / অপারেটিং সিস্টেম।
9. ভাইরাস একধরনের সফটওয়্যার মুলত কি নষ্ট করে?
Ans : তথ্য।
10. কম্পিউটারের জনক কে?
Ans : চার্লস ব্যাবেজ।
11. URL এর পুরো কথাটি কি?
Ans : Uniform Resource Locator.
12. CPU কথাটির সম্পূর্ণ রুপ কি?
Ans : Central Processing Unit.
13. CPU এর তিনটি অংশ কি কি?
Ans : Arithmetic Logic Unit (ALU), Control Unit (CU), Memory Unit.
14. CD এর পুরো কথাটি কি?
Ans : Compact Disc.
15. DOS কি?
Ans : অপারেটিং সিস্টেম।
16. DOS এর পুরো কথাটি কি?
Ans : Disc Operating System.
17. HTML কথাটির সম্পূর্ণ নাম কি?
Ans : Hypertext Markup Language.
18. HTTP এর পুরো কথাটি কি?
Ans : Hyper Text Transfer Protocol.
19. 1 MB = কত ?
Ans : 1024 KB.
20. ফ্লপি ডিস্ক কি?
Ans : স্টোরেজ ডিভাইস।
21. ইন্টারনেটের ব্যাবহার কোন মহাদেশে সবচেয়ে বেশি ?
Ans : এশিয়া।
22. http://www.discovery.com এটি একটি কি?
Ans : ওয়েবসাইট।
23. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী ?
Ans : আমাদের কাজের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম।
24. ইন্টারনেটের মাধ্যমে অন্য একটি কম্পিউটার থেকে তোমার কম্পিউটারে তথ্য স্থানান্তরকে কি বলে?
Ans : Downloading.
25. আই প্যাড’ কোন কোম্পানির তৈরি হয়?
Ans : APPLE.
আরোও দেখুন:-
পশু ও পাখি জিকে প্রশ্ন ও উত্তর | Animals & Birds GK 2022 Click Here
আরোও দেখুন:-
সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali Click Here
Important GK For All Competitive Exam | Computer GK | জেনারেল নলেজ কম্পিউটার জিকে প্রশ্ন ও উত্তর | কম্পিউটার জিকে প্রশ্ন ও উত্তর