{tocify} $title={Table of Contents}
সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali
সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge in Bengali : পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK for All Comparative exam in Bengali) নিচে দেওয়া হল।
এই সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
GK – General Knowledge Question and Answer
1) ‘জামরুলে’ কি অ্যাসিড থাকে ?
Ans : অক্সালিক অ্যাসিড ।
2) ভারতের কোন্ রাজ্যের রাজ্যসভার প্রতিনিধি সবচেয়ে বেশি ?
Ans : উত্তরপ্রদেশ ( ৩১ টি ) ।
3) সিনেমার পর্দায় কোন্ প্রতিবিম্ব তৈরী হয় ?
Ans : সবিম্ব ।
4) টারটারি প্রণালী কোথায় অবস্থিত ?
Ans : ওখটক্স সাগর ।
5) পৃথিবীর বৃহত্তম খাল কোনটি ?
Ans : গ্র্যান্ড ক্যানেল ’ ( চীনে অবস্থিত ) ।
6) ‘ বৈদ্যুতিক বাল্ব ’ – এর স্রষ্টা কে ?
Ans : লিন্ডেম্যান ।
7) কোন ধরনের পাতায় পত্ররন্ধ্র থাকে না ?
Ans : জলে নিমজ্জিত উদ্ভিদের পাতায় ।
8) পারদ জলের তুলনায় কতগুণ ভারী ?
Ans : ১৩.৬ গুণ ।
9) সবচেয়ে ভারী অধাতু কি ?
Ans : আয়ােডিন ।
10) একমাত্র তরলের নাম কি যার মধ্যে লােহা ভাসে ?
Ans : পারদ ।
11) ‘ গ্লাইকোজেন ’ কি ?
Ans : প্রাণীজ শ্বেতসার ।
12) এপিব্লেমা কোথায় থাকে ?
Ans : উদ্ভিদের মূলের ত্বকে ।
13) মস্তিষ্কের করােটিতে কয়টি অস্থি থাকে ?
Ans : ২৯ টি ।
14) ‘ ডেকাট্রাপ ’ কোন্ অঞ্চলকে বলা হয় ?
Ans : দাক্ষিণাত্যের লাভায় ঢাকা মালভূমি অঞ্চলকে ।
15) ‘ অমর কন্টক ’ কোন্ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
Ans : মহাকাল পর্বতের ।
16) সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
Ans : ধূপগড় ।
17) আন্তর্জাতিক সুপেয় জলবর্ষ ’ কোন্ বছরকে বলা হয় ?
Ans : ২০০৩ সালকে ।
18) ‘ পদ্মাবৎ ‘ গ্রন্থের রচয়িতা কে ?
Ans : মালিক মহম্মদ জায়সী ।
19) ‘ নন ভায়ােলেন্স ইন পিস অ্যান্ড ওয়ার ’ – বইটির লেখক কে ?
Ans : মহাত্মা গান্ধী ।
20) লঙ ওয়াক টু ফ্রিডম ’ কার আত্মজীবনী ?
Ans : নেলসন ম্যান্ডেলা ।
21) ইবন বতুতা কার আমলে ভারতে আসেন ?
Ans : মহম্মদ বিন তুঘলক ।
22) ভারতের প্রথম মহিলা পােলাে খেলােয়াড়ের নাম কি ?
Ans : দেবযানী দত্ত ।
23) সবচেয়ে হাল্কা ধাতুর নাম কি ?
Ans : লিথিয়াম ।
24) ‘ কলহন ‘ কোথাকার কবি ছিলেন ?
Ans : কাশ্মীরের ।
25) কলহনের লেখা গ্রন্থটির নাম কি ?
Ans : রাজতরঙ্গিনী ।
Ans : অক্সালিক অ্যাসিড ।
2) ভারতের কোন্ রাজ্যের রাজ্যসভার প্রতিনিধি সবচেয়ে বেশি ?
Ans : উত্তরপ্রদেশ ( ৩১ টি ) ।
3) সিনেমার পর্দায় কোন্ প্রতিবিম্ব তৈরী হয় ?
Ans : সবিম্ব ।
4) টারটারি প্রণালী কোথায় অবস্থিত ?
Ans : ওখটক্স সাগর ।
5) পৃথিবীর বৃহত্তম খাল কোনটি ?
Ans : গ্র্যান্ড ক্যানেল ’ ( চীনে অবস্থিত ) ।
6) ‘ বৈদ্যুতিক বাল্ব ’ – এর স্রষ্টা কে ?
Ans : লিন্ডেম্যান ।
7) কোন ধরনের পাতায় পত্ররন্ধ্র থাকে না ?
Ans : জলে নিমজ্জিত উদ্ভিদের পাতায় ।
8) পারদ জলের তুলনায় কতগুণ ভারী ?
Ans : ১৩.৬ গুণ ।
9) সবচেয়ে ভারী অধাতু কি ?
Ans : আয়ােডিন ।
10) একমাত্র তরলের নাম কি যার মধ্যে লােহা ভাসে ?
Ans : পারদ ।
11) ‘ গ্লাইকোজেন ’ কি ?
Ans : প্রাণীজ শ্বেতসার ।
12) এপিব্লেমা কোথায় থাকে ?
Ans : উদ্ভিদের মূলের ত্বকে ।
13) মস্তিষ্কের করােটিতে কয়টি অস্থি থাকে ?
Ans : ২৯ টি ।
14) ‘ ডেকাট্রাপ ’ কোন্ অঞ্চলকে বলা হয় ?
Ans : দাক্ষিণাত্যের লাভায় ঢাকা মালভূমি অঞ্চলকে ।
15) ‘ অমর কন্টক ’ কোন্ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
Ans : মহাকাল পর্বতের ।
16) সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
Ans : ধূপগড় ।
17) আন্তর্জাতিক সুপেয় জলবর্ষ ’ কোন্ বছরকে বলা হয় ?
Ans : ২০০৩ সালকে ।
18) ‘ পদ্মাবৎ ‘ গ্রন্থের রচয়িতা কে ?
Ans : মালিক মহম্মদ জায়সী ।
19) ‘ নন ভায়ােলেন্স ইন পিস অ্যান্ড ওয়ার ’ – বইটির লেখক কে ?
Ans : মহাত্মা গান্ধী ।
20) লঙ ওয়াক টু ফ্রিডম ’ কার আত্মজীবনী ?
Ans : নেলসন ম্যান্ডেলা ।
21) ইবন বতুতা কার আমলে ভারতে আসেন ?
Ans : মহম্মদ বিন তুঘলক ।
22) ভারতের প্রথম মহিলা পােলাে খেলােয়াড়ের নাম কি ?
Ans : দেবযানী দত্ত ।
23) সবচেয়ে হাল্কা ধাতুর নাম কি ?
Ans : লিথিয়াম ।
24) ‘ কলহন ‘ কোথাকার কবি ছিলেন ?
Ans : কাশ্মীরের ।
25) কলহনের লেখা গ্রন্থটির নাম কি ?
Ans : রাজতরঙ্গিনী ।