Madhyamik Geography Suggestion 2022 (WBBSE) | মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ | ভূগোল শিক্ষা

Madhyamik Geography Suggestion 2022 (WBBSE) | মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ | ভূগোল শিক্ষা

{tocify} $title={Table of Contents}

Madhyamik Geography Suggestion 2022 (WBBSE) | মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ | ভূগোল শিক্ষা

বিভাগ ‘ক’

১) বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ-
১.১) সমুদ্রে ভাসমান বিশাল হিমবাহকে বলে –
(ক) হিম স্তুপ 
(খ) হিমশৈল 
(গ) হিমপ্রাচির 
(ঘ) হিম পর্বত
উত্তরঃ (খ) হিমশৈল

১.২) রসে মতানে যে ক্ষয়ের ফলে সৃষ্টি হয় –
(ক) নদী ও বায়ুর মিলিত 
(খ) বাতাসের 
(গ) নদীর 
(ঘ) হিমবাহের
উত্তরঃ (ঘ) হিমবাহের

১.৩) হিমশৈল ও জলের উপর ভেসে থাকে –
(ক) ৮/৯ অংশ 
(খ) ২/৯ অংশ 
(গ) ১/৯ অংশ 
(ঘ) ৯ অংশ
উত্তরঃ (গ) ১/৯ অংশ

১.৪) দুটি সার্কের সংযোগস্থল বরাবর গঠিত হয় –
(ক) রসে মতানে 
(খ) এরিটি 
(গ) পিরামিড চূড়া 
(ঘ) এসকার
উত্তরঃ (খ) এরিটি

১.৫) পর্বতের গায় যে সীমা রেখার উপর সারাবছর বরফ জমে থাকে –
(ক) হিমরেখা 
(খ) হিমবাহ 
(গ) হিমশৈল 
(ঘ) ব্লো আউট
উত্তরঃ (ক) হিমরেখা

বিভাগ ‘খ’

২) ২.১) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখঃ-
২.১.১) আলাস্কার মালাসপিনা হলো ভারতের পাদদেশীয় হিমবাহের একটি বিশিষ্ট উদাহরণ।
উত্তরঃ শু

২.১.২) মহাদেশীয় হিমবাহ এর ফলে বা পার্বত্য হিমবাহের ক্ষয়ের ফলে সমুদ্র উপকূলে যেসব জলমগ্ন খাত দেখা যায় সেগুলি কি বলে ফিয়র্ড।
উত্তরঃ শু

২.১.৩) ঝুলন্ত উপত্যকার অগ্রভাগে জলপ্রপাত সৃষ্টি হয়।
উত্তরঃ শু

২.২) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করঃ-
২.২.১) হিম বাহ বাহিত পদার্থ সঞ্চিত হয় যে স্বল্প উঁচু আঁকাবাঁকা ________ গঠিত হয় তাকে বলে এসকার।
উত্তরঃ শৈলশিরা

২.২.২) ‘U’ আকৃতির  হিম বাহ উপত্যকাকে ______ বলে।
উত্তরঃ হিমদ্রোণি

২.৩.২) ড্রামলিন দেখতে অনেকটা ________ মতো।
উত্তরঃ ওলটানো বাটির

২.৩) একটি বা দুটি শব্দে উত্তর দাওঃ-
২.৩.১) অনেক গুলি ড্রামলিন একসাথে থাকলে ভূমিরূপ দেখতে কেমন হয়?
উত্তরঃ ডিম ভর্তি ঝুড়ির মত

২.৩.২) ভারতের কোথায় রসে মতানে ভূমিরূপের দেখা মেলে?
উত্তরঃ কাশ্মীরে লিডার নদী উপত্যকা

২.৩.৩) কোন মহাদেশে সর্বাধিক হিম বাহ দেখা যায়?
উত্তরঃ আন্টার্কটিকা মহাদেশে

২.৪) বাম দিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখঃ-
বাম দিক                          ডান দিক

২.৪.১) ব্লো অউট              (ক) কুবের

২.৪.২) ঝুলন্ত উপত্যকা      (খ)  গ্র্যান্ড ক্যানিয়ন

২.৪.৩) জলপ্রপাত            (গ) কাতারা

২.৪.৪) ক্যানিয়ন              (ঘ) গারসোপ্পা

উত্তরঃ ২.৪.১) ব্লো অউট –  (গ) কাতারা ২.৪.২) ঝুলন্ত উপত্যকা –  (ক) কুবের ২.৪.৩) জলপ্রপাত – (ঘ) গারসোপ্পা ২.৪.৪) ক্যানিয়ন – (খ)  গ্র্যান্ড ক্যানিয়ন

বিভাগ ‘গ’

৩) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ-
৩.১) হিম রেখা কাকে বলে?
উত্তরঃ নিজে করো।

৩.২) হিমানী সম্প্রপাত বলতে কি বোঝ?
উত্তরঃ নিজে করো।

৩.৩) হিমশৈল কাকে বলে?
উত্তরঃ নিজে করো।

৩.৪) ড্রামলিন কি?
উত্তরঃ নিজে করো।

৩.৫) ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে?
উত্তরঃ নিজে করো।

বিভাগ ‘ঘ’

৪) সংক্ষিপ্ত ব্যাখ্যা মুলক উত্তর দাওঃ-
৪.১) ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন?
উত্তরঃ নিজে করো।

৪.২) নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে  পার্থক্য লেখ।
উত্তরঃ নিজে করো।

৪.৩) গ্রাব রেখা কি? শ্রেণিবিভাগ কর।
উত্তরঃ নিজে করো।

৪.৪) হিম সিঁড়ি কিভাবে গড়ে ওঠে?
উত্তরঃ নিজে করো।

৪.৫) নদী উপত্যকা ‘I’ বা ‘V’ আকৃতির কিন্তু হিমবাহ উপত্যকা ‘U’ আকৃতির হয় কেন?
উত্তরঃ নিজে করো।

বিভাগ ‘ঙ’

৫) ৫.১) যেকোন দুটি প্রশ্নের উত্তর দাওঃ –
৫.১.১) হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এর বর্ণনা দাও।
উত্তরঃ নিজে করো।

৫.১.২) হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এর বর্ণনা দাও।
উত্তরঃ নিজে করো।


1 Comments

Previous Post Next Post