{tocify} $title={Table of Contents}
Madhyamik Life Science Suggestion – উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর সাজেশন 2022
পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার সাজেশন দেওয়া হল নিচে। এই সাজেশন গুলি আগামী সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার সাজেশন খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
Madhyamik Life Science – উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান
বিভাগ ‘ক’
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখোঃ
(১.১) উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞানী হলেন –
(ক)ড. সি. ভি. রমন
(খ)ড. এডওয়ার্ড জেনার
(গ) আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
(ঘ) আচার্য জগদীশ চন্দ্র বসু।
উত্তরঃ (ঘ) আচার্য জগদীশ চন্দ্র বসু
(১.২) উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে বলা হয় –
(ক) ট্রপিক চলন
(খ) ট্যাকটিক চলন
(গ) ন্যাস্টিক চলন
(ঘ) কেমোট্যাকসিস
উত্তরঃ (গ) ন্যাস্টিক চলন
(১.৩) উদ্ভিদ কান্ডের আলোর দিকে বৃদ্ধি পায়, এটি একপ্রকার –
(ক) ফোটোট্রোপিক চলন
(খ) হাইড্রোট্রপিক চলন
(গ) জিওট্রপিক চলন
(ঘ) কেমোট্রপিক চলন
উত্তরঃ (ক) ফোটোট্রোপিক চলন
(১.৪) অভিকর্ষের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত উদ্ভিদ-অঙ্গের চলনকে বলা হয় –
(ক) হাইড্রোট্রপিক চলন
(খ) জিওট্রপিক চলন
(গ) ফোটোট্রপিক চলন
(ঘ) কেমোট্রপিক চলন
উত্তরঃ (খ) জিওট্রপিক চলন
(১.৫) সূর্যশিশির ও ডায়োনিয়া উদ্ভিদের ক্ষেত্রে পতঙ্গকে ঘিরে ফেলে খাদ্যরূপে গ্রহন হল –
(ক) সিস্মোন্যাস্টিক চলন
(খ) ফোটোন্যাস্টিক চলন
(গ) থার্মোন্যাস্টিক চলন
(ঘ) কেমোন্যাস্টিক চলন
উত্তরঃ (ঘ) কেমোন্যাস্টিক চলন
বিভাগ ‘খ’
২. নীচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখোঃ
** নীচের বাক্যগুলিকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরন করোঃ
(২.১) অক্সিন হরমোন দ্বারা __________ চলন নিয়ন্ত্রিত হয়।
উত্তরঃ ট্রপিক
(২.২) ট্রপিক চলনের অপর নাম __________ চলন।
উত্তরঃ দিক-নির্নীত
** নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপন করোঃ
(২.৩) সূর্যমুখী ও পদ্মফুলে ফোটোন্যাস্টিক চলন দেখা যায়।
উত্তরঃ সত্য
(২.৪) পার্শ্বীয়মূলের তির্যক অভিকর্ষবর্তী চলন দেখা যায়।
উত্তরঃ সত্য
** একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ
(২.৫) আচার্য জগদীশ চন্দ্র বসুর আবিষ্কৃত সংবেদনশীলতা পরিমাপক যন্ত্রটির নাম কী?
উত্তরঃ ক্রেসকোগ্রাফ যন্ত্র
(২.৬) গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম লেখো।
উত্তরঃ ক্ল্যামাইডোমোনাস
** ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ থেকে শব্দ মিলিয়ে লেখোঃ
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৭) লজ্জাবতীর পাতা স্পর্শে মুদে যায় (ক) ফোটোন্যাস্টিক চলন
(২.৮) সূর্যমুখীফুল দিনের আলোয় ফোটে (খ) থার্মোন্যাস্টিক চলন
(২.৯) শিমগাছের পাতা অধিকতাপে মুদে যায় (গ) বনচাঁড়ল
(২.১০) আলোর উৎসের দিকে সামগ্রিক চলন (ঘ) সিস্মোন্যাস্টিক চলন
(২.১১) প্রকরন চলন (ঙ) ট্রপিক চলন
(চ) ক্ল্যামাইডোমোনাস
উত্তরঃ (২.৭) লজ্জাবতীর পাতা স্পর্শে মুদে যায় – (খ) সিসমোন্যাস্টিক চলন (২.৮) সূর্যমুখীফুল দিনের আলোয় ফোটে -(ক) ফোটোন্যাস্টিক চলন (২.৯) শিমগাছের পাতা অধিক তাপে মুদে যায় – (খ) থার্মোন্যাস্টিক চলন(২.১০) অলোর উৎসের দিকে সামগ্রিক চলন – (চ) ক্ল্যামাইডোমোনাস (২.১১) প্রকরন চলন – (ঘ) বনচাঁড়ল
বিভাগ ‘গ’
৩. নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিনটি বাক্যে লেখোঃ
(৩.১) ফোটোট্যাকটিক চলন কাকে বলে? উদাহরন দাও।
উত্তরঃ নিজে করো।
(৩.২) সিস্মোন্যাস্টিক চলন কাকে বলে? উদাহরন দাও।
উত্তরঃ নিজে করো।
(৩.৩) ট্রপিক ও ট্যাকটিক চলনের দুটি পার্থক্য লেখো।
উত্তরঃ নিজে করো।
(৩.৪) ট্যাকটিক চলন ও ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখো।
উত্তরঃ নিজে করো।
(৩.৫) ক্রেসকোগ্রাফ বলতে কী বোঝো?
উত্তরঃ নিজে করো।
(৩.৬) একটি উদাহরনের মাধ্যমে উদ্ভিদের সাড়াপ্রদানের ঘটনাটি ব্যাখ্যা করো।
উত্তরঃ নিজে করো।
(৩.৭) সংবেদনশীলতা কাকে বলে উদাহরনসহ লেখো।
উত্তরঃ নিজে করো।
(৩.৮) প্রকরন চলন কাকে বলে?
উত্তরঃ নিজে করো।
বিভাগ ‘ঘ’
৪. নীচের প্রশ্নগুলির উত্তর লেখোঃ
(৪.১) চলন ও গমনের দুটি প্রধান পার্থক্য লেখো। জীবদেহের চলনের প্রধান উদ্দেশ্য গুলি লেখো।
উত্তরঃ নিজে করো।
(৪.২) উদ্ভিদের চলন কাকে বলে? উদ্ভিদের বিভিন্ন প্রকার উদ্দীপক নিয়ন্ত্রিত চলন একটি ছকের সাহায্যে লেখো।
উত্তরঃ নিজে করো।
Madhyamik Life Science Suggestion | Madhyamik Life Science Qustion and Answer WBBSE Exam
মাধ্যমিক জীবন বিজ্ঞান উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান সাজেশন (দশম শ্রেণীর জীবন বিজ্ঞান উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান থেকে প্রশ্নোত্তর)
আরোও দেখুন:-
WB Madhyamik English Suggestion 2022 | মাধ্যমিক ইংরেজি সাজেশন 2022 Click here
Madhyamik Bengali Suggestion 2022 – অদল বদল (পান্নালাল প্যাটেল) গল্প প্রশ্ন উত্তর – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২ Click here
Madhyamik Mathematics MCQ Suggestion - 2022 Click here
” মাধ্যমিক জীবন বিজ্ঞান – উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা (Madhyamik / WB Madhyamik / MP Exam / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী ।