{tocify} $title={Table of Contents}
সাহিত্য শিল্প-সংস্কৃতি – জিকে প্রশ্ন ও উত্তর Literature, art and culture- GK Question and Answer 2022 :
সাহিত্য শিল্প-সংস্কৃতি – জিকে প্রশ্ন ও উত্তর | Literature, art and culture- GK Question and Answer in Bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো সাহিত্য শিল্প-সংস্কৃতি – জিকে প্রশ্ন ও উত্তর – Literature, art and culture- GK Question and Answer in Bengali 2022 ।
পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জেনারেল নলেজ বা জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সাহিত্য শিল্প-সংস্কৃতি – জিকে বা সাহিত্য শিল্প-সংস্কৃতি – জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর বা সাহিত্য শিল্প-সংস্কৃতি – জিকে প্রশ্ন ও উত্তর | Literature, art and culture- GK or Literature, art and culture- General Knowledge Question and Answer in Bengali 2022 পড়লেই নিশ্চিত কমন পাবেন।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাহিত্য শিল্প-সংস্কৃতি – জিকে প্রশ্ন ও উত্তর বা জেনারেল নলেজ ভূগোল বা ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর | Literature, art and culture 2022 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
সাহিত্য শিল্প-সংস্কৃতি – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | Literature, art and culture- General Knowledge Question and Answer | 2022
01. ‘শাহাজাদা দারাশুকো ’ উপন্যাসটির লেখক কে ?
Ans : শ্যামল গঙ্গোপাধ্যায়।
02. ‘ দ্য ট্রায়াল ‘ উপন্যাসের লেখক কে ?
Ans : ফ্রাঞ্জ কাফকা।
03. ‘টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার ’ এই কবিতাটির কবি কে ?
Ans : জন টেলর।
04. ‘ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ ’ গ্রন্থের লেখক কে ?
Ans : মহাত্মা গান্ধি।
05. কোন ভারতীয় লেখক / লেখিকা ইংরেজিতে দীর্ঘতম উপন্যাসটি লিখেছেন ?
Ans : বিক্রিম শেঠ।
06. হর্ষবর্ধন ও গােবর্ধন চরিত্র দুটি কার সৃষ্টি ?
Ans : শিবরাম চক্রবর্তী।
07. কোন্ মুসলমান স্থাপত্য নিদর্শনে বাইবেলের অংশ খােদাই করা আছে ?
Ans : বুলন্দ দরওয়াজা ।
08. হাঁদা – ভোঁদা চরিত্র দুটি কার সৃষ্টি ?
Ans : নারায়ণ দেবনাথ ।
09. ‘মর্নিং সং অব ইন্ডিয়া ’ — এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন্ গানের ইংরেজি অনুবাদ ?
Ans : জনগণমন অধিনায়ক ।
10. ‘হাজার চুরাশির মা ‘ কার লেখা ?
Ans : মহাশ্বেতা দেবী।
11. আমির খসরু কোন বাদ্যযন্ত্রের জনক হিসাবে পরিচিত ?
Ans : সেতার ।
12. কাকে ভারতের ‘ শেক্সপিয়র ’ নামে অভিহিত করা হয়?
Ans : কালিদাস।
13. কোন গ্রন্থকে ‘কমিউনিস্টদের বাইবেল ‘ বলা হয়?
Ans : দাস ক্যাপিটেল ।
14. প্রেমাঙ্কুর আতর্থীর ছদ্মনাম কী ?
Ans : মহাস্থবির ।
15. সাংবাদিক সাহিত্যিক গৌরকিশাের ঘােষ কোন ছদ্মনামের আড়ালেও বহু কথাসাহিত্য রচনা করেছেন ?
Ans : রূপদর্শী।
16. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালি’ উপন্যাসে অপু – দুর্গার মায়ের নাম কী ?
Ans : সর্বজয়া।
17. সম্প্রতি পেঙ্গুইন বুকস থেকে ‘ জন অরণ্য’ গ্রন্থের ইংরেজি অনুবাদ ‘ দ্য মিডলম্যান’ প্রকাশিত হয়েছে । গ্রন্থটির মূল লেখক কে ?
Ans : মণীশংক মুখোপাধ্যায়।
18. ‘অলীক মানুষ ‘ উপন্যাসের লেখকের নাম কী ?
Ans : সৈয়দ মুস্তাফা সিরাজ।
19. ‘একটি পেরেকের কাহিনী ‘ গ্রন্থটির লেখক কে ?
Ans : সাগরময় ঘােষ।
20. নজরুল ইসলাম কার অনুরােধে ‘কাণ্ডারি হুঁশিয়ার ’ কবিতাটি রচনা করেন ?
Ans : সুভাষচন্দ্র বসু।
আরোও দেখুন:-
কম্পিউটার জিকে প্রশ্ন ও উত্তর | Computer GK 2022 Click Here
পশু ও পাখি জিকে প্রশ্ন ও উত্তর | Animals & Birds GK 2022 Click Here
Physical Geography – Geography General Knowledge Question and Answer Quiz 2021 Click Here
সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali Click Here
Important GK For All Competitive Exam | Literature, art and culture- GK | জেনারেল নলেজ সাহিত্য শিল্প-সংস্কৃতি – জিকে প্রশ্ন ও উত্তর | সাহিত্য শিল্প-সংস্কৃতি – জিকে প্রশ্ন ও উত্তর